চুরুলি একটি মালায়লাম সিনেমা। মুভিটি সনি লিভ-এ ২০শে নভেম্বর ২০২১ সালে রিলিজ পায়। এটি মিস্ট্রি এবং সাই-ফাই জনরার অর্ন্তভুক্ত। রিভিউটি লেখার সময় মুভিটির আইএমডিবি রেটিং ৭.৪। বর্তমান ম্যাচিউর দর্শকের যুগে আর্টে ভরা এই সিনেমা অনেকের মনেই জায়গা দখল করে নিচ্ছে নিমিষেই।

সারাংশ

প্রথমত একটা সাধারণ ভিজুয়ালাইজেশনের মধ্য দিয়ে তৈরি হতে থাকে ঘটনাটা। এরপরে কালক্রমে গল্পে আসে দুই পুলিশ, যারা জয় নামক এক ব্যক্তিকে ধরার জন্য ছদ্মবেশধারী হয়ে প্রবেশ করে চুরুলিতে। সাধারণভাবেই চলতে থাকে সবকিছু। গল্প, ভিজুয়াল, স্ক্রিনপ্লে সবকিছুই একটা সাদামাটা দিকে নির্দেশ করতে থাকে। সাধারণ একটা সমাজের জীবন বলেই মনে হতে থাকে সবকিছু। কিন্তু মাঝখানে হুট করে দু-একটা ঘটনা এসে নাড়াচাড়া দেয় ঘটনায়। গল্প বলতে থাকে অন্য কথা। একটা সাদামাটা কাহিনির অভন্তরে লুকায়িত রহস্যও আছে অনেক। তার ভেতরে সাই-ফাই নাকি হরর বোঝা মুশকিল। কি হচ্ছে, কেনো হচ্ছে প্রশ্ন জাগতে পারে বারবার। কি দেখছি, কি দেখাচ্ছে সে প্রশ্নও একের অধিক জাগলে অবাক হওয়ার কিছুই নেই। শেষে গিয়ে সবটা মিলিয়ে দেবে ডিরেক্টর।

যেখান থেকে পেয়েছি

ইউটিউব চ্যানেল থেকে রেকমেন্ডশন পাওয়া এবং দেখা। এই ডিরেক্টরের আরও একটা মুভি গতবছর সাজেশন পেয়েছিলাম কাছের ছোটভাই মুবিনের থেকে কিন্তু দেখিনি, এবারে মনে হচ্ছে সেটাও দেখে ফেলতে হবে।

ব্যক্তিগত চিন্তাভাবনা এবং মতামত

মুভি দেখার শুরুর দিকে রোলার কোস্টার মুভি ছাড়া তেমন কিছুই সেভাবে দেখতাম না। মিনিটে মিনিটে টুইস্ট এন্ড টার্ন না থাকলে গল্পের ভেতরের উপাদান আমাকে টাচ করতে পারতোনা। সময় বদলেছে, মূল আর্টের প্রতি আকর্ষণ বেড়েছে। এখন গল্প যেমনই হোক, স্টোরিটেলিং এ আলাদা কিছু থাকলেই হলো। ডিরেক্টরের গল্প বলার ধরণ, সিনেমাটোগ্রাফি, মেটাফোর মূলত সর্বোপরি আর্টটাই এখন টানে বেশি।

▪️স্টোরি এবং স্টোরিটেলিংঃ মুভিটার গল্প বলার ধরণ অন্যান্য সব সাধারণ মুভি থেকে আলাদা। মনে হলো ডিরেক্টর শুধুমাত্র আর্টকে প্রাধান্য দিতেই নেমেছে মুভি তৈরির কাজে, ঘন্টায় ঘন্টায় টুইস্ট দিয়ে পকেট ভরতে না। অন্যান্য গল্পের থেকে ভিজুয়াল বেশি। দৃশ্য দেখানো হয়েছে বেশ ভালো লেভেলেই। দেখে একদম জীবন্ত লাগে। গল্পের গ্রিপ ধরতে সাধারণ শ্রোতাদের একটু অসুবিধা হতেই পারে, তবে সেটা একদমই স্বাভাবিক।

▪️অভিনয়ঃ সাদামাটা গল্পের মতো দেখাতে চাওয়া গল্পটাকে ডিরেক্টর আরও সাদামাটা করতে আসলেও পেরেছে আরেকটা পয়েন্টের মাধ্যমে, সেটা হলো এই মুভির অভিনেতাদের অভিনয়। দুজন পুলিশ একটা নতুন জায়গায় এসে যেভাবে মিশে গেলো মানুষগুলোর সাথে, তারপর আবার মিশতে থাকা মানুষগুলো সবার অভিনয়ই বেশ প্রশংসার দাবিদার। আলাদা একটা গল্প যেই অভিনয় অভিনেতাদের থেকে ডিমান্ড করে সেটাই দিতে পেরেছে অভিনেতারা।

▪️সিনেমাটোগ্রাফিঃ সিনেমাটোগ্রাফি এই সিনেমার আরেকটা শক্তি। চুরুলি জায়গাটার যেসব ভিজুলাইজেশন দেখানো হয়েছে গল্পে তা একজন প্রকৃতিপ্রেমী হলে মুগ্ধ হয়ে তাকিয়েই থাকতে হবে স্ক্রিনের দিকে কেবল। এর চেয়ে বেশি কিছুই বলার নেই, বাকিটা উপভোগের বিষয়।

▪️ব্যাকগ্রাউন্ড মিউজিক/সাউন্ড ডিজাইনঃ খুবই স্বল্প স্বল্প ইফেক্টে সাউন্ড ব্যবহার করা হয়েছে। সবটাই জরুরি যেখানে, সেখানেই অবস্থান করছে। সাউন্ড ডিজাইনিং এর সাথে এতো সুন্দর মনোরম দৃশ্যের সংমিশ্রণ অবাক করার মতো। তবে সেভাবে এখানে কোনো ব্যকগ্রাউন্ড মিউজিক বা তথাকথিত সিনেমার মতো করে একটা ফ্লোতেই চলতে থাকা মিউজিক নেই। তবুও যা আছে, যতটুকু আছে যথেষ্ট।

যা যা আমার পছন্দ হয়েছে

▪️গল্প বলার ধরণ। এরকম ইউনিকনেস খুব বেশি একটা দেখা যায়না।

▪️প্রথম থেকে সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে রেখে, শেষে এসে সংযোগের ব্যাপারটাও বেশ দারুন এই গল্পে।

▪️গল্পের শেষে প্রশ্ন রেখে যাওয়া সিনেমাগুলো ব্যক্তিগতভাবেই আমার মনের খুব কাছের। এই সিনেমাটাও যেহেতু তেমনই, তাই এটাও আমার একটা পছন্দের পয়েন্টের ভেতরেই পড়বে।

যা আমার ভালো লাগেনি

▪️একটু বেশিই স্লো বার্ন মনে হলো গল্প বলার ধরণটাকে। হয়তো খুব বেশি অভ্যস্ততা নেই বলে এমন অনুভুতি হচ্ছে, তবে সবার ক্ষেত্রে সেইম লাগবে ব্যাপারটা তেমন নয়। অনেকেই এরকম স্লো বার্ন এবং শেষে প্রশ্নবোধক রেখে যাওয়া গল্পের বিশাল ভক্ত। তাদের সাথে দ্বিমত থাকাটা অস্বাভাবিক হবেনা।

▪️আরেকটু ডিটেলিং সম্ভবত রাখা যেতো। যোগ সংযোগগুলো প্রথম দিক থেকে ভিজুয়ালি দেখানো যেতো হয়তো।

যারা যারা দেখতে পারেন

▪️স্লো বার্ন মুভি যারা দেখতে অভ্যস্ত।

▪️যারা চান একটু আলাদা ধরণের গল্প, স্টোরিটেলিং দেখতে।

▪️যারা শেষে প্রশ্ন রেখে যাওয়া গল্প ভালোবাসেন। কিংবা আপনাকে ভাবতে বাধ্য করে এমন গল্প দেখতে ভালোবাসেন।

যেখানে পাবেন

মুভিটা বর্তমানে ভারতের ওটিটি প্লাটফর্ম সোনি লিভ-এ রিলিজড হয়েছে।

এরকম আরও সিনেমা

একই ডিরেক্টরই আরেকটি ইউনিক গল্পের সিনেমা তৈরি করেছেন, Jallikattu নামের। যতদূর শুনেছি এই সিনেমাটাও একটু আলাদা ধরণের, তবে এটার মতো অবশ্যই সাই-ফাই বা মিস্ট্রিয়াস না। সেটাও দেখা যেতে পারে।

ব্যক্তিগত রেটিং

Movie : Churuli

Language : Malaylam

Release Date : 23/11/2021

Personal Rating for This Movie : 7/10

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: