আমাদের স্বপ্নগুলো কি ইউনিক?

আমাদের স্বপ্নগুলো কি ইউনিক?

আমাদের স্বপ্নগুলো ঠিক কেমন হয়ে থাকে? ইউনিক নাকি বেশ কিছু মানুষের সাথে মিলে যায় এমন? অনেকে বলবে অবশ্যই ইউনিক। কিন্তু আসলেও কি ব্যাপারটা তাই? আপনি যেই স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা কি পৃথিবীর আর কোথাও কেউ দেখেনি আপনি সিওর? আমাদের সবার স্বপ্নই কমন, ইউনিক হয়তো নয়। তবে এইযে আমরা আমাদের স্বপ্নকে ইউনিক বলে দাবি করি, এই দাবি করার কারণটা এনে দেয় আমাদের স্বপ্ন পূরণের ধরণটা।

স্বপ্ন একটা হলেও, বিভিন্ন মানুষের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণের প্রসেস আলাদা থাকে। তাই কেউ জয়ী হয়, শেখে, সাফল্য পায়। আবার কেউ পায়না। আমি এমন বহু মানুষকে চিনি যাদের স্বপ্ন তারা গায়ক হবে। একই স্বপ্ন হাজারজন মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। কিন্তু, সবাই কি সেই জায়গাটা টাচ করতে পেরেছে যেটা তারা চেয়েছিলো? অবশ্যই না। এখান থেকেই আমার মনে হয় কথাটা আসে যে আমার স্বপ্ন ইউনিক। আমি মানুষটা ইউনিক। কারণ, মানুষভেদে স্বপ্ন পূরণের ধরণ বদলাতে থাকে। একের পর এক প্রসেস ফলো করে আমরা স্বপ্নের দিকে হাঁটতে থাকি। দিনশেষে কেউ সাফল্য পায়, কেউ পায়না।

এক স্বপ্ন অনেকে দেখাটা কোনো সমস্যা নয়, কিন্তু একটা স্বপ্ন অনেকে দেখে একজনের থেকে অন্য জনের কম পরিশ্রমটা সমস্যার।মনে রাখতে হবে, সবাই আমার দেখা স্বপ্নটা দেখে আছে বলেই যে যেটা সস্তা স্বপ্ন কিংবা দেখা যাবেনা এমনটা একদমই নয়। একটা স্বপ্ন স্বপ্নই হয়। প্রতিটা স্বপ্নই ইউনিক হয়, স্বপ্ন পূরণের ধরণ ইউনিক হয়। এবং এইযে, কঠোর পরিশ্রম এবং স্বপ্ন পূরণের জন্য আলাদাটা চেষ্টাটুকুই আপনাকে বানাবে আপনার সেই স্বপ্নের মানুষটা।

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: