তাহলে কি জীবনের প্রতিটা সময়ই ভালো?

তাহলে কি জীবনের প্রতিটা সময়ই ভালো?

কতো শতো স্মৃতি মানুষ প্রতিনিয়ত হারিয়ে ফেলে তার আসলে শেষ নেই। একটা সময় যদি চলে যায়, কতোটা বাজেভাবে হারিয়ে এক বা একাধিক স্মৃতি ফেলে যায় সেও হিসেবের বাইরে। আজও যখন ছোটবেলার কোনো স্মৃতি চোখের সামনে ভেসে আসে, তখনও মনে হয় জীবনটা কতো সুন্দর ছিলো। আবার, এইযে এখন একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া সময়টাও আরও বাজে কিংবা ভালো হলে সেই জীবনে বসেও আজকের এই প্যারাময় দিনটার কথা স্মৃতির পাতায় টেনে এনে দেখা যাবে, এই সময়টাও ভালো ছিলো।

তাহলে কি জীবনের প্রতিটা সময়ই ভালো? শুধুমাত্র একটা সময় পর্যন্তই আমরা সেটাকে খারাপ বা ভুল ভেবে বসে থাকি? ওই সময়টা পার হয়ে গেলেই আমাদের সেরা মনে হতে থাকে পার হয়ে যাওয়া সময়টা? এই এতো মতিভ্রমের কারণটা আসলে কি? কেনো হয়?

ছোটবেলায় যেই দিনগুলো ছিলো বিরক্তিকর, আজ সেটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হিসেবে দাবী করি আমরা। অথচ ভেবে দেখলে দেখা যাবে, সেই সময়ে সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই একটা অসহ্যকর যন্ত্রণার মতো ছিলো। শীতের সকালের প্রাইভেটটাও ছিলো বিরক্তির চরম পর্যায়ে।

বছর ঘুরতে না ঘুরতেই শ্রেষ্ঠত্ব দিন হয়ে দাপিয়ে বেড়ায় দিনগুলো। আসলে হয়তো সব দিনই এমন সুন্দর। শুধুমাত্র আমাদের জীবনের সময় অনুসারেই দিনগুলো সঠিক না ভুল হিসেবে নির্ধারণ করে থাকি আমরা। তাই হয়তো পরেরবার থেকে বাঁচা উচিত খুব করে। হাসা উচিত খুব করে। কারণ, আসলেও এই চলে যাওয়া দিনগুলোই একদিন আমাদের বোকামি কিংবা সবচেয়ে সুখের দিনগুলো হিসেবে দাপিয়ে বেড়াতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ।

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: