সময়ের সাথে সাথে যেভাবে বাক্যগুলো উল্টে যায়!

সময়ের সাথে সাথে যেভাবে বাক্যগুলো উল্টে যায়!

মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে, আমরা কিভাবে, “You’re perfect for me” থেকে হুট করে বলে ফেলি, “You’re not my type!” “I’ll make you mine” থেকে “You/I deserve better” কতো সুন্দর না? সময়ের সাথে সাথে কিভাবে বাক্যগুলো উল্টে যায়, বলার ধরণগুলো পাল্টে যায়!

যেই মেয়েটাকে ভালোবেসে একসময় বলা হতো, “You’re pretty” সেখান থেকে সম্পর্কটার শেষ দিকে এসে লাইনটা হয়ে যায়, “You’re a slut!”

যেই ছেলেটাকে ছাড়া মেয়েটা একটা মূহুর্তও চলতে পারতো না, সম্পর্ক পুরনো হতে হতে, “You’re best” থেকে বাক্যটা বদলে যায় “You’re a playboy” তে!!

দুনিয়াটা কেমন যেনো তাইনা? সম্পর্কের শ্রদ্ধাবোধ আজকাল আর হয়না আমাদের দ্বারা। আমরা শুধুমাত্র নিজের মানুষিকতাকে স্যাটিসফাইড করতেই ব্যস্ত। সম্পর্কটা আস্তে আস্তে যখন শেষের দিকে চলে আসে, তখন ব্লেইম দিয়ে চলে যাওয়াটাই যেনো আমাদেরকে খুব স্যাটিসফিকশন দেয়!! অথচ আমরা মানতে চাইনা, ভুলটা আমাদেরও ছিলো! ভুলটা আমাদেরও হতে পারতো! সম্পর্কটা যেখানে শুরু হয়নি একজনের চেষ্টায়, সেখানে সম্পর্ক শেষের দায়ভারটা কেনো আমরা খুব সহজেই চাপিয়ে দেই অন্যের উপর? উত্তরটা সহজ! আমরা সারাজীবন নিজের বদ্ধ মনে এটা ভেবে ঘুরতে চাইনা, আমাদের জন্য নষ্ট হয়েছে একটা ভালোবাসার সম্পর্ক!

সম্পর্ক শেষ হলেও যেই শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধটুকুও আমরা আর বজায় রাখতে পারিনা। সম্মানটুকু রেখে কথা বলতে পারিনা! উপরের মতো হুর হুর করে লাইনগুলো বদলে যেতে থাকে। বিউটিফুল থেকে স্লাট, পারফেক্ট থেকে নট মাই টাইপ আরও কতো কিছু! অথচ গল্পগুলো হয়তো অন্যরকম হতে পারতো! যেখানে হয়তো সম্পর্কটা শেষ হয়ে গেলেও, ১০ বছর পরে কোনো একদিন হুট করে দেখা হয়ে গেলে চোখের দিকে তাকানোটা হবে সম্মানের! ভেতরে ভেতরে একটা বিশাল আওয়াজ এসে সেদিন বলে দিয়ে যাবে, “এইতো মানুষটা! এইতো আমার মানুষটা। তাকে একসময় বড্ড ভালোবাসতাম আমি। আজ আমি তার কিংবা সে আমার নেই, কিন্তু তার প্রতি আমার সম্মানটা সেই আগের মতোই রয়ে গেছে!”

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: