সব স্বপ্ন পূরণ হয়না

সব স্বপ্ন পূরণ হয়না

আমরা সবসময় অন্যের চোখে আমাদের জন্য ভালোবাসা দেখতে পছন্দ করি। অন্যের চোখে আমাদের জন্য কেয়ার, ছোট ছোট হাসি, অল্প সল্প ভালোবাসা আমাদের মনের বিশাল জায়গা কেড়ে নেয়। অন্যের চোখে নিজেদের জন্য টেনশন/চিন্তা দেখতেও বেশ আনন্দ লাগে আমাদের। মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ওই একটাই কারণ। বেঁচে থাকার স্বার্থকতা ওই অতটুকুই। ছোট ছোট জিনিস আমাদের কতটা খুশি করে দেয়। একটা কষ্ট পাওয়া মানুষের মুখেও হাসি ফোটায়।

আমরা মানুষ হিসেবে আমাদের চাওয়া পাওয়া খুব স্বল্প। খুশি হয়ার জন্য আমাদের চাওয়াটা অল্প। বিশাল বিশাল বাড়ি, লাখ লাখ টাকা এসব কিছুর সবার স্বপ্ন হয়না। কারো কারো চোখে একটুখানি ভালোবাসা দেখাটাই অনেকের স্বপ্ন হয়ে থাকে। কেউ কেউ বিশাল বড় আলিশান বাড়িতে ঘুমানোর চেয়ে, কেউ কেউ রাত জেগে তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকাটাই সবচেয়ে ভালোবাসা আর সুখের কাজ মনে করে।

হাজার হাজার টাকার দামী জ্যাকেটের চাইতে কারো কারো স্বপ্ন থাকে প্রিয় মানুষটার হাতে হাত রেখে চলাটা। কেউ কেউ বিশাল জায়গায় পৌঁছানোর চাইতে তার প্রিয় মানুষটার হাত ধরে মাটিতে বেঁচে থাকাটাই সুখের মনে করে।

সবার স্বপ্ন বড় হয়না। সবার চাওয়া পাওয়াগুলো আকাশছোঁয়া থাকেনা। সবার স্বপ্নগুলো সেই বিশাল অট্টালিকা থাকেনা। কেউ কেউ ভালোবাসার মানুষটার থাকে থাকার স্বপ্নটাকেই অনেক বড় মনে করে। কিন্তু এই স্বার্থপর দুনিয়ায় এই ছোট্ট ছোট্ট চাওয়াগুলো, ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোই মানুষের পূরণ হয়না। আজীবন এভাবেই মনের এক কোণে থেকে যায়। অপূর্ণই থেকে যায়।

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: