প্রতিনিয়ত মরে যারা

প্রতিনিয়ত মরে যারা

কিছু কিছু মানুষ প্রতিনিয়ত মারা যায়। প্রতি মূহুর্তে মারা যায়। অবহেলা, ডিপ্রেশন, কষ্ট তাদের বারবার মেরে ফেলে। দিন শেষে রাত এলে অনেকে আছে যারা ধোঁয়ার সাথে কষ্টগুলোকে উড়িয়ে দিতে চায়। আবার কেউ কেউ আছে যারা চোখের পানির সাথে কষ্টগুলোকে ছুঁড়ে ফেলতে চায়। এভাবে রাত কেটে গিয়ে সকাল আসে। নতুন সকাল! নতুন সকালেও তারা মৃতই পড়ে থাকে। তাদের মনের খবর নেয়ার মত কারো সময় হয়না। এইভাবে একাকিত্ব তাদের মেরে ফেলে প্রতিদিন। প্রতিটা মূহুর্তে।

ডিপ্রেশন, কষ্ট এই জিনিসগুলোর মত ভয়ানক জিনিস আর হয়না। এগুলো নীরব ঘাতক! পৃথিবীর সবচেয়ে ভয়ানক রোগগুলো মানুষকে তিল তিল করে কষ্ট দিতে দিতে একসময় হুট করেই মৃত্যু এনে দেয়। তবে এই নীরব ঘাতকগুলো প্রতিদিনই একটা মানুষকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যায় আর বরাবরের মতো আবারো ফিরিয়ে দিয়ে যায় নতুন দিনে। আবারো সেই আগের দিন মতো রাতে সেই মৃত্যুর দ্বারপ্রান্তে আবার সেই সাধারণ দিন ফেরত আসে। এগুলো পর্যায়ক্রমে চলতে থাকে! একটা মানুষ এভাবে বারবার মরতে থাকে!

এরা আসলে সাধারণ মানুষগুলোর মত বাঁচতে চায়! এরা অন্য সবার মত হাঁসতে চায়। এরা একটা সাধারণ জীবন চায়। তবে এরা কখনোই তা পায়না। বরং দিনকে দিন সবগুলো কষ্টের পরিমান বাড়তেই থাকে, মানুষগুলো দিনের পর দিন মরতেই থাকে। পৃথিবীর ডাক্তারেরা অনেক ভয়ানক ব্যাধির অসুধ আবিষ্কার করেছে। কিন্তু আফসোস এই ব্যাধির কোন অসুধ আবিষ্কার হয়নি! তাই এই ব্যাধিতে আক্রান্ত হয়া মানুষগুলো প্রতিদিনই মারা যায় বারবার! প্রতিমূহুর্তে!!!

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: