মানুষের ভালোবাসাগুলো যেমন হয়

মানুষের ভালোবাসাগুলো যেমন হয়

কিছুদিন আগেও যে মেয়েটার জন্য আপনি রাত জাগতেন, তার একটা মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে থাকতেন, তার সবগুলো আবদার পুর্ন করতেন আজ সে আর আপনার নেই। যে ভালবাসা প্রত্যাক্ষানের পরে আপনি তার জন্য মরতে চেয়েছিলেন আজ সে অন্যের বউ নয়ত অন্য কারো সাথে ঘুরছে। দিন বদলানোর সাথে সাথে সেও বদলে গেছে। তার মধ্যে আপনার জন্য কোন ফিলিংস নাই। কিন্তু আপনি তো তাকে অনেক ভালবাসতেন। তাই এখনো ভুলতে পারেননি। আপনি একজনকে ভালবাসেন সেও মুখে বলে আপনাকে ভালবাসে কিন্তু পিছনে গিয়ে দেখবেন তাকে শুধু আপনি নন আরো অনেকেই ভালবাসে। আপনাকে ভালবাসি, ভালবাসি বলছে কিন্তু অন্যদিকে যে ছেলেটা তাকে ভালবাসি বলছে তার উপর আপনার প্রেমিকার ফিলিংস আসছে। আপনাকে ভালবাসি বলেও সে নিজের পিক অন্যকে দিচ্ছে। আসলে সে আপনাকে ভালোইবাসেইনি। শুধু অভিনয় করেছে। যদি আমাকে জিজ্ঞেস করেন কেন করছে এর কোন উত্তর আমার কাছে নাই।

যে ছেলেটার জন্য আপনি নিজের পরিবার ছাড়তে চেয়েছিলেন। নিজের পরিবারের সব বাঁধন ভুলে তার হাত ধরতে চেয়েছিলেন সে আজ অন্য একটা মেয়েকে নিয়ে রিকশা করে পার্কে যাচ্ছে। আপনাকে ভালবাসি বলতো কিন্তু এখন আর আপনার উপর তার ফিলিংস নেই। উঠে গেছে। সেও অভিনয় করেছিল। কারনটা আমার জানা নাই।

একেকজন ভাল না বাসতে জানুক অভিনয় ঠিকই করতে পারে। কারন ছাড়া অভিনয়। নয়ত এরকম হতে পারে সে আপনাকে আসলেই ভালবাসে কথাগুলো আবেগে বলে। আপনার চাইতে সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম,ড্যাশিং লুক কাউকে পেলে তার কাছে চলে যায়। তার উপর ফিলিংস আসে। তখন থেকেই আস্তে আস্তে আপনার সাথে অভিনয় করা শুরু করে। প্রতিটা মুহুর্ত নতুন নতুন নাটক তৈরি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার। আপনি হয়ত তাকে খুব ভালবাসেন, ছাড়তে চান না। শেষমেশ তার কষ্ট হবে ভেবে ছেড়েই দেন। সে বেশ ভালোই থাকবে এরপর। কিন্তু আপনি দিনে কাঁদবেন, রাতে কাঁদবেন, হয়ত তারই জন্য। এই চোখের কান্না সে বুঝতে পারবেনা। তার সামনে বসেও একদিন কাঁদলে মনে করবে নাটক।

ভালবাসা নিয়ে ব্যাখ্যা করা খুব সহজ কাজ নয়। কিন্তু এখন ভালবাসা মানেই ভিন্ন এক অধ্যায়। নতুন একটি বাস্তবিক নাটক। নতুন একটি ধারাবাহিক নাটকের সূচনা। যেখানে প্রতিনিয়ত শুধু অভিনয় চলে।

আমি অনেক দেখেছি আমার এই ছোট্ট জীবনে। আমার বন্ধুরা এরকম পরিস্থিতিতে পরেছে। তারা মেয়েটাকে ভালবাসতো। মেয়েটাও ভালবাসি বলত। একটা সময় এসে বলতো -“তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না”
ব্যাস। একটা কথাতেই মনের দফারফা। আমার বন্ধুরা কাঁদে না। ওদের কাঁদতে দেইনা। কারন ওরাও জানে আমিও জানি বর্তমানে ভালবাসাগুলো কি। আসলে সত্যিটা হলো যাকে আপনি বেশি ভালবাসেন সে আপনাকে খুব বেশিই কষ্ট দিবে।

আপনি চান আমরা প্রেমিক বা প্রেমিকাকে নিজের সব ভালবাসা দিতে। কিন্তু আমি বলবো। না এটা করবেন না। যখন সে বুঝবে আপনি তার উপর দুর্বল সেই আপনাকে খুব বেশি কষ্ট দিতে শুরু করবে। প্রথমেই কাউকে খুব বেশি ভালবাসা দিতে নেই। এতে সে ভালবাসার মর্মতা বুঝবেনা। বর্তমান তো আর আগের মত নয়, প্রকৃত ভালবাসা টিকে থাকবে। এটা চলে নতুন নিয়মে।

দিন বদলায়, ভালবাসা কমে। দিন বদলায় অনুভুতি কমে। দিন বদলায় আবেগ কমে। দিন বদলায় দুরত্ব বাড়ে। প্রকৃত ভালবাসার দাম হচ্ছে ভবিষ্যত। আর সেই ভবিষ্যত হলো যে ছেলেটাকে আপনি ভালবাসেন সে অন্য একটা মেয়ে নিয়ে রিকশায় পার্কে যাবে। অথবা যে মেয়েটাকে আপনি ভালবাসেন সে অন্যের ঘড় সাজাবে, নয়ত অন্য কারো সাথে ঘুরাঘুরি করবে।

আমি নিজেও মাঝে মাঝে খুব ভাবি, কিন্তু ভেবে পাই না। ভালবাসা নিয়ে মানুষগুলো অভিনয় কিভাবে করে। আর কেনই বা করে? এর উত্তর হয়ত কারোই জানা নাই। এই অভিনয় নামক ভালবাসার পিছনে আছে শুধুই নস্ট ভবিষ্যত। আর কিছুই না।

ভালবাসতে হলে আগে ভালবাসা কি জানতে হয়। সেটা অনেকেই আদৌ জানেনা। সবার ক্ষেত্রে উপরের কথাগুলো সত্য নয়। কেননা সত্যিকার ভালবাসা যে একেবারে নেই তা নয়। সত্যিকারের ভালবাসা না থাকলে ভালবাসার নতুন নাম দেয়া হতো। সত্যিকারের ভালবাসা খুঁজলে পাওয়া যাবে ঠিকই তবে নগন্য।

ভালবাসার মধ্যে নাটক থাকলে, অভিনয় থাকলে এর শেষ হবেই আজ বা কাল, কাল বা পরশু। কিন্তু জীবন জীবনের নিয়মেই চলবে। যার জন্য আপনি মরতে চেয়েছিলেন সেই আজ অন্যকে নিয়ে খুশি আছে, আপনাকেও থাকতে হবে। নয়ত আপনি ওই মানুষটাকে ভুলতে পারবেন না কখনোই। আর ভুলতে না পারলে সে দুরে থেকেও আপনাকে শেষ করে দিবে আস্তে আস্তে। নিরবে। আপনার বিশাল জীবনটা স্বল্প হয়ে আসবে। তখন আপনিই ভাববেন। কেন করলো এটা সে? কেনই বা আপনার সাথে এমন হলো? আপনি তো তাকে সত্যিই ভালবাসতেন। মন তখন একটাই উত্তর দিবে। সত্যিকারের ভালবেসেছিলে বলেই তো ওপাশ থেকে শুধু অভিনয় উপহার পেয়েছিলে!!!

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: