তারা কি ভাবলো!?

যখনই আমরা কোন কিছুতে ব্যর্থ হই তখুনি আমরা ভাবি যে, “ইস এই কাজে ব্যর্থ হলাম মানুষ কি বলবে!”, “ইস এই কাজটা করতে পারলাম না মানুষ কি বলবে!”, “ইস এই জবটাও পেলাম না মানুষ কি বলবে!”… এই টাইপ “মানুষ কি বলবে” সেই ভাবনা!

জীবনের প্রতিটা পদক্ষেপেই দুটো অপশন থাকে! “হ্যা আমি পেরেছি!”, “না আমি পারিনি”…. “হ্যা আমি পেরেছি” শব্দটা যখন লাইফে ঘটবে তখন কোন বিক্রিয়ার প্রভাবকের মতো সবাইকেই আপনি পাশে পাবেন। তবে “না আমি পারিনি” যখন লাইফে ঘটবে তখন জারণ বিজারণের মানুষগুলো আপনার থেকে সরে যাবে। শুধুমাত্র কয়েকজন ছাড়া! তারা হচ্ছে আমাদের পরিবারের সবাই!

নিজের বিপদের সময়ে আমরা যাদেরকে কাছে পাইনা, নিজের ব্যর্থতার সময়ে আমরা যাদের কাছে পাইনি, আমাদের ব্যর্থতায় “তারা কি ভাবলো” এই জিনিসটা নিয়ে ভাবাটা বোকামী! বরং তাদের নিয়ে ভাবা উচিত যারা বিপদে আর ব্যর্থতায় সাথে থেকেও সাপোর্ট দিয়েছে!

ব্যর্থতায় পাশে এসে দাঁড়ানো মানুষগুলো আমাদের ব্যর্থতায় হয়ত খুব কষ্ট পেয়েও হাসিমুখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে! তাই অন্যদের কথা না ভেবে সেই ব্যর্থতায় পাশে এসে দাঁড়ানো মানুষগুলোর ওই গোপন কষ্টটুকু কিভাবে কমানো যায়! তাদের মুখে কিভাবে সত্যিকারের হাসি ফোটানো যায়, ভাবা উচিত সেটা নিয়েই..!!

শেয়ার করুনFacebookTwitterWhatsApp
লিখেছেন
সিয়াম মেহরাফ
আলোচনায় যোগ দিন

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ

সিয়াম মেহরাফ একজন লেখক এবং গল্পকথক। তার বর্তমান মৌলিক বইয়ের সংখ্যা দুইটি। লেখালিখির পাশাপাশি অভিনয়ও তার আরেকটি প্যাশন।

নোটঃ

এই ওয়েবসাইটটির সকল ছবি, লেখা এবং ভিডিও সিয়াম মেহরাফ দ্বারা সংরক্ষিত। ওয়েবসাইটটির কোনো তথ্য ক্রেডিট কিংবা কার্টেসি ছাড়া কপি না করার অনুরোধ রইলো।

error: